অপার সম্ভাবনাময় বাংলাদেশের তৈরি পোশাক শিল্প খাতে ISB Knit Fashion এর যাত্রা করে  ২০২০ সালে।

অপার সম্ভাবনাময় বাংলাদেশের তৈরি পোশাক শিল্প খাতে ISB Knit Fashion এর যাত্রা করে ২০২০ সালে।

পোশাক শিল্প


অপার সম্ভাবনাময় বাংলাদেশের তৈরি পোশাক শিল্প খাতে ISB Knit Fashion এর যাত্রা করে ২০২০ সালে মূলত এখান থেকে দেশ-বিদেশের ক্রেতাদের চাহিদার আলোকে নিট রেডিমেট গার্মেন্টস তৈরি সরবরাহের কাজ করা হতোএবং উক্ত ফ্যাক্টরিতে উৎপাদিত বিভিন্ন পন্য বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হচ্ছে

নীটের পাশাপাশি আমাদের ওভেন প্রোডাক্টেরও যথেষ্ট চাহিদা থাকায় আমরা নীট ওভেন দুটো বিষয়েই সক্ষম একটি নিজস্ব ফ্যাক্টরি যাত্রা শুরু করি, ফলে সমন্বিত কোম্পানির নাম পরিবর্তন করে সূদুরপ্রসারী চিন্তা করে ISB Apparels (আইএসবি অ্যাপেরালস লি.) নামে কাজ শুরু করেছে। যেখানে ১০০% এক্সপোর্ট কোয়ালিটি সম্পন্ন গার্মেন্টস প্রোডাক্ট উৎপাদন করা হবে, ইনশাআল্লাহ

আমাদের ভিশন:

গুণগত মানসম্পন্ন এবং আরামদায়ক পণ্য উৎপাদনের মাধ্যমে বিশ্বের অন্যতম একটি সমন্বিত অ্যাপারালস কারাখানায় রুপান্তরিত হওয়া ।

আমাদের উৎপাদিত প্রোডক্ট সমূহ:


ü টি-শার্ট (হাফ হাতা, ফুল হাতা), কাষ্টমাইজড টি-শার্ট

ü শার্ট (হাফ হাতা, ফুল হাতা), কলার পোলো শার্ট

ü হুডি, জগার্স , জ্যাকেট , ট্রাউজার

ü কম্বল, সোয়াটার

ü প্যান্ট, গ্যাবাডিন প্যান্ট, জিন্স প্যান্ট, লেগিংস

ü বক্সার, শর্ট প্যান্ট

ü কিডস লেডিস আইটেম

ü পাঞ্জাবি, জুব্বা, পায়জামা,

ü বায়ারের চাহিদা মোতাবেক অন্য যেকোন প্রোডাক্ট